আদিবাসী ইউনিয়নের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আদিবাসী ইউনিয়নের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে আদিবাসীদের বাস্তব অবস্থা তুলে ধরেন আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ। এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, ইউনিয়নের উপদেষ্টা ও সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি মোহসীন রেজা, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, আদিবাসী নেত্রী রাখী ম্রং, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, যুবনেতা নাদিম মাহমুদ প্রমুখ। এতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামীকাল শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন শহীদ শ্যামল হেমব্রমের সন্তান সাগর হেমব্রম। উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ ও আদিবাসী নেতৃবৃন্দ।