ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীনগরে রাস্তায় দেয়াল নির্মাণে রাস্তা পথ বন্ধের অভিযোগ

শ্রীনগরে রাস্তায় দেয়াল নির্মাণে রাস্তা পথ বন্ধের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তায় দেয়াল নির্মাণের ফলে ২ শত পরিবারের প্রায় সহস্রাধিক লোকের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার আটপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাড়ৈগাঁও এলাকায় এ যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠে ওই এলাকার মৃত তমিজ উদ্দিন শেখের ছেলে মোতালেব শেখের বিরুদ্ধে। এতে ২ শত পরিবারের লোকজনসহ কর্কটপাড়া, হাসাড়গাঁও ও তারাটিয়া এলাকা থেকে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া শত শত ছাত্রীরা চলাচল করতে না পেরে বিপাকে পড়েছে। এব্যাপারে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় আবু কালাম জানান, গত ২ বছর আগে চাচাতো ভাই মোতালেব আমাদের সবার যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়ে দেয়াল নির্মাণ করায় আমরা যাতায়াত করতে পারছি না। কয়েকবার স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করেছি। কিন্তু মোতালেব শেখ এলাকার কোনো শালিশ মানেন না।

রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের ব্যাপারে মোতালেব শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তা ছেড়েই দেয়াল নির্মাণ করেছি। এমনকি আমি রাস্তা যে বালু ভরাট করে বেঁধে দিয়েছি, সেটাও তারা রক্ষণাবেক্ষণ না করায় রাস্তা ভেঙে গেছে।

উল্টো তারা আমার বেড়া ভেঙে ফেলায় আমি থানায় অভিযোগ করি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি মীমাংসার জন্য তাদের থানায় ডাকা হয়েছে। আর্থিক সহায়তা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত