ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বদলগাছীতে ধান কাটার উৎসব

বদলগাছীতে ধান কাটার উৎসব

উত্তরবঙ্গের শষ্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁর বদলগাছী উপজেলায় মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। বাতাসে দোল খাওয়া গুচ্ছ গুচ্ছ পাকা সোনালি ধানের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের স্বপ্ন। দীর্ঘ চার মাস নিবিড় পরিচর্যার পর ধান কেটে ফসল এখন ঘরে তোলার পালা। বদলগাছী উপজেলার বিস্তীর্ণ মাঠের প্রায় ৮০ ভাগ ধান পেকে গেছে। তাই উপজেলার বিভিন্ন মাঠে মাঠে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটা-মাড়াই।

প্রখর রোদ উপেক্ষা করেই ধান কাটা-মাড়াইয়ে বেড়েছে কিষান-কিষানির ব্যস্ততা। এ উপজেলায় ১১ হাজার ৭৪০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত