বগুড়ায় জনশক্তি বিদেশে প্রেরণের কর্মকৌশল বিষয়ক কর্মশালা

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে উত্তরবঙ্গ থেকে বেশিসংখ্যক জনশক্তি বিদেশ প্রেরণের কর্মকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মমইন কনফারেন্স হলরুমে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সী বগুড়া এ কর্মশালার আয়োজন করে। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশের ৮৬ লাখ জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান পেয়েছে। এতে প্রতি বছর ২৪৩ ইউএস বিলিয়ন ডলার রেমিট্যান্স আয় করা হচ্ছে। ২০২২ সালে ১১ লাখ ২২ হাজার মানুষ কর্ম নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার ফলে দেশের রেমিট্যান্স ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের সময় দেশের বাইরে কর্মসংস্থান বাড়ার কারণে চতুর্থ শিল্পবিপ্লবে এ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ভিশন ৪১ বাস্তবায়নের লক্ষ্যে জনশক্তি রপ্তানিতে প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ দিতে হবে। আমাদের প্রত্যেকেরই প্রশিক্ষিত হতে হবে। বগুড়ার মানুষ নানা ধরেনের প্রশিক্ষণে অনেক পিছিয়ে।