ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কয়রায় উত্তরণের প্রকল্প উদ্ধোধনী সভা

কয়রায় উত্তরণের প্রকল্প উদ্ধোধনী সভা

এনজিও সংস্থা উত্তরণ নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রকল্প উদ্ধোধনী সভা গতকাল শনিবার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এনজিও-বিষয়ক ব্যুরো বাংলাদেশের মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন এনআরসি’র কান্ট্রি ডিরেক্টর উইন্ডি ম্যাকেন্স, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। সভায় জানানো হয় উপকূলীয় এলাকা হিসেবে কয়রার উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি ও কয়রা সদর ইউনিয়নে ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে সুপেয় পানি নিশ্চিতকরণে মিষ্টি পানির পুকুর খনন, রাস্তা নির্মাণ, স্যানিটেশন ও গৃহহীনদের ঘর নির্মানে এনআরসি’র সহায়তায় উত্তরণ কাজ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত