ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নওগাঁয় সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রোববার জেলা প্রশাসনের সভাকক্ষে খাদ্য মন্ত্রইালয় এর আয়োজন করে। সরকার বোরো মৌসুমে সারা দেশ থেকে ৪ লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন গম সংগ্রহ করবে। গতকাল রোববার থেকে শুরু হয়ে ধান-চাল সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। কেজিপ্রতি ধান ৩০ টাকা, চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। এরইমধ্যে জেলায় প্রায় ৪৫ শতাংশ ধান কাটা-মাড়াই হয়েছে। আগামী ১৫ দিনের মধ্য ধান কাটা-মাড়াই শেষ হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির রহমান, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার। পরে সদর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত