পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি সভা

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলা পর্যায়ের ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মো. সেলিম হোসেন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজি, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ও মাহমুদ হোসেন শুকুরসহ সাংবাদিকবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যুৎ ও পানির অপচয় রোধ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের বিজ্ঞান মেলা আগামী ২৪ ও ২৫ মে সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ মেলায় ২৭টি স্টলে বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তাদের উদ্ভাবনী প্রদর্শন করবেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা খুবই প্রাসঙ্গিক। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে সক্ষম হবো। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা সাধনে আরো এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।