বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী গতকাল সোমরার পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়-৩ সদর আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাদর্শ ও তার সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। তিনি বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি নির্দেশকের ভূমিকা রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী, কাচারিবাড়িসহ তার সব স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টার অব্যাহত রয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার শিলাইদহে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ী আঙিনায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিন দিনের রবীন্দ্রমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসন, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে সূচনা সঙ্গীত পরিবেশিত হয়। ঐতিহাসিক এই উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রধান অতিথির বক্তব্যে হানিফ আরো বলেন, জমিদারি দেখাশোনার জন্য ১৮৯১ সালে প্রথম এই কুঠিবাড়ীতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়ীতে ফিরে আসতেন তিনি। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসেই রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়া তিনি এখানে বসেই বাংলাদেশের জাতীয় সংগীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়ীতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে দিনব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজের বটতলায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। এ উপলক্ষ্যে বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।