ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা

সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা

সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। গত শনিবার সকাল থেকে বন বিভাগ মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে এ নিষেধাজ্ঞা দিয়েছেন। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় যত্রতত্র প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধে বন বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, পর্যটকরা সুন্দরবনে প্রবেশের সময় সঙ্গে করে প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের পাত্রে খাবার, অন টাইম গ্লাস, অন টাইম প্লেট, চিপস-এর প্যাকেটসহ বিভিন্ন ক্ষতিকর দ্রব্য নিয়ে যায়। ব্যবহার শেষে এসব দ্রব্য নদীতে এবং সুন্দরবনের মধ্যে ফেলে দেয়। ফলে নদী ও সুন্দরবনের পরিবেশের বিপর্যয় ঘটছে। এছাড়া অনেক প্রাণী মারাও যাচ্ছে। এ বিপর্যয় ঠেকাতে এবং জীববৈচিত্র্য রক্ষার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সুন্দরবন সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বন রক্ষার্থে ক্ষতিকর দ্রব্যের উপর ও পরিবেশমন্ত্রী সুন্দরবনের পরিবেশ নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিটি ট্রলারে ডাস্টবিন রাখা থাকলেও ডাস্টবিনে আবর্জনা না ফেলে নদীতে ফেলে দেয় পর্যটকরা। আমরা বারবার বলার পরও পর্যটকরা কর্ণপাত করছেন না। আমি নিজে পরিদর্শন করে দেখেছি নদীর মধ্যে অনেকগুলো প্লাস্টিকের পাত্র রয়েছে। এগুলো কোন ট্রলার থেকে ফেলা হয়েছে এমন তথ্যও দিতে চান না ট্রলার চালকরা। যে কারণে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে শর্ত মানলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত