প্রথমবারের মতো পাটবীজ রোপণ কার্যক্রম শুরু

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

প্রথমবারের মতো চিরিরবন্দর উপজেলায় রোপণ পদ্ধতির মাধ্যমে পাটচাষ কার্যক্রম শুরু হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চলতি মৌসুমে ৫৪৩ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারে প্রথম ছিটানোর পরিবর্তে রোপণ পদ্ধতির মাধ্যমে পাঠ বীজ রোপণের মাধ্যমে আবাদ কার্যক্রম শুরু হয়েছে। উঁচু ও মধ্যম উঁচু জমিতে যেখানে পানি আটকে থাকে না এসব জমিতে লাইন করে রোপণের মাধ্যমে পাট চাষ করা হলে উৎপাদন বেশি হয়। সেইসঙ্গে পাটের মানও ভালো হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা।