অভয়নগরে খানজাহান আলী মসজিদ

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের একটি অনবদ্য দর্শনীয় স্থান খানজাহান আলী মসজিদ রয়েছে। ভৈরব নদীর তীরে অবস্থিত একটি গুম্বুজ ও চারটি মিনারবিশিষ্ট এই মসজিদ তৈরি করেছিলেন ইতিহাস নন্দিত জননায়ক ও কামেল দরবেশ হযরত পীর খানজাহান (র.)।

ইতিহাস থেকে ধারণা করা হয়, খ্রিন্টীয় ১৫ শতক থেকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে দাঁড়িয়ে আছে খানজাহান আলী মসজিদটি। ভৈরব নদীর তীরে ১ গুম্বুজ ও ৪ মিনারবিশিষ্ট এই মসজিদ তৈরি করেন হযরত পীর খানজাহান (র.)। মসজিদের ভেতরের আয়তন ১৬ ফুট ১০ ইঞ্চি গুণ ১৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতা ২৫ ফুট। বাহিরের পরিমাপের এক মিনারের মধ্যবিন্দু থেকে অন্য মিনারের দূরত্ব ২৮ ফুট ৬ ইঞ্চি। মসজিদটির উত্তর, পূর্ব ও দক্ষিণে তিনটি দরজা অবস্থিত। পূর্বদিকে অবস্থিত সদর দরজা খিলান ১১ ফুট এবং প্রস্থ ৬ ফুট ১০ ইঞ্চি। উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, এই মসজিদকে যেন আরো সুন্দর করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন, সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব বিভাগ কাজ করে যাচ্ছে। তারপরও যদি এ ধরনের ইমারত স্থাপনা আমাদের উপজেলায় আরো কোথাও থাকে খান জাহান আলী মসজিদসহ এগুলোর ব্যাপারে সংস্কার উন্নয়ন ও পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া এ ক্ষেত্রে উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতা থাকবে।