শুদ্ধাচার পুরস্কার পেলেন কৃষি কর্মকর্তা মিতা

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমাস আলী, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ’২৩ লাভ করেছেন। ২০২২-২৩ অর্থবছরে দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের আওতাধীন উপজেলা কৃষি কর্মকর্তা একজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একজন, অফিস স্টাফ একজনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০২১’ অনুযায়ী ১১টি ক্ষেত্র ও ১৯টি সূচক বিবেচনায় প্রথম স্থান অধিকার করায় শুদ্ধাচার পুরস্কার-২০২৩ লাভ করেন। কৃষি সম্পসারণ অধিদপ্তর পাবনা খামারবাড়ির উপ-পরিচালকের অফিস সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ের আওতাধীন উপজেলা কার্যালয়ের প্রধানদের মধ্য থেকে একজন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার, জেলা ও উপজেলা কার্যালয় থেকে দুইজন ডিএই পাবনা খামারবাড়ি কার্যালয়ে সংযুক্ত উপসহকারী কৃষি অফিসার শেখ জামাল উদ্দিন আহমেদ ও ফরিদপুর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মো. কামরুজ্জামানকে এই শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়। এতে কর্মকর্তাদের মধ্যে কাজের গতি বাড়ে, দায়িত্ব পালনে সচেষ্ট হন। শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার বলেন, কাজের স্বীকৃতি সবাই আশা করে। এ পুরস্কার আমাকে আমার কাজের প্রতি আরো বেশি উৎসাহী করে তুলবে।