ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষা ও মা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষা ও মা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষা ও মা সমাবেশ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী : নীলফামারীতে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার অংশীজনের সমম্বয়ে সামাজিক উদ্ধুদ্ধকরণ এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, সদর থানার অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী প্রমুখ। নরসিংদী : নরসিংদীর পলাশের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে খানেপুর গ্রামের ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলপনা করের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম। এ ছাড়া অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক আবু তৈয়ব, সদস্য সচিব এমদাদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় বক্তরা বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি কম্পিউটার ও পিন্টার মেশিন তুলে দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত