ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মোচা আতঙ্কে সাতক্ষীরা উপকূলবাসী

মোচা আতঙ্কে সাতক্ষীরা উপকূলবাসী

একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূল। আবার আসছে নতুন ঘূর্ণিঝড় মোচা। আগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারো ঘূর্ণিঝড়ের খবরে রীতিমতো দুশ্চিন্তায় উপকূলের মানুষ। এখনো নির্মাণ হয়নি টেকসই উপকূল রক্ষা বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় এলেই বাঁধ ভাঙন আতঙ্কে রয়েছে উপকূলবাসী। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঝুঁকিপূর্ণ বাঁধগুলো এরই মধ্যে সংস্কার করা হয়েছে। পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি এলাকার বাসিন্দা শাহিন বিল্লাহ জানান, তাদের ইউনিয়নের বেশ কিছু পয়েন্টের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার করা হয়েছে। এখনো কিছু এলাকায় বাঁধের কাজ চলছে। তবে সেটি টেকসই বাঁধ না। জলবায়ু যোদ্ধাস্বরূপ ইউথ টিমের পরিচালক নাইম জানান, বাঁধগুলোতে পাইপ বসিয়ে নোনা পানি তোলার ফলে ভাঙন ধরে রয়েছে। অল্প জোয়ার আসলে ভেঙে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাবুরা ইউনিয়নের কবিরুল ইসলাম জানান, গাবুরার চকবারা, লেবুবুনিয়া, হরিষখালী, পার্শেমারী, টেকেরহাটসহ কয়েকটি এলাকায় খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেড়িবাঁধের ৮টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে শ্যামনগরে কর্মরত পাউবোর এসও সাজ্জাদ হোসেন বলেন, শ্যামনগরে পাউবোর বেড়িবাঁধের অধিকাংশ ঝুঁকিপূর্ণ স্থান মেরামত সম্পন্ন হয়েছে। বাকিগুলোর কাজ চলমান আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত