ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফসল উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ

ফসল উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে কৃষি হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষানিদের নিয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি খাতে ব্যাপক হারে ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিনামূল্যে কৃষকদের মাঝে সার বীজ কীটনাশকসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কন্দাল জাতীয় ফসল চাষাবাদে স্বল্প খরচে লাভজনক ফসল। সার বিষ কীটনাশক পরিমাণে খুবই কম লাগে এবং লাভজনক যেমন- গোলআলু, মিষ্টি আলু, শলাকচি, ওলকচি, সজিকচি , পেঁয়াজ চাষাবাদ করলে কৃষক-কৃষানিরা লাভবান হবেন। স্বাস্থ্যসম্মত আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ অফিসার মো. জাফর ইকবাল। তিনি কৃষকদের অবগত করেন কোন ফসলে কতটুকু সার বীজ সেচ প্রয়োগ করতে হবে তা ভালোভাবে বুঝিয়ে দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. সায়মা জাহানসহ আরো অনেকে। প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষানি ও সাংবাদিক মো. সিদ্দিক হোসেন, মো. আব্দুর রাজ্জাক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত