কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামের কৃষক হযরত আলীকে অত্যাধুনিক হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেশিন বিতরণ করেন ইউএনও সাদিয়া আফরিন।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা খবর বিডির প্রকাশক শ্রী মানিক সরকার। এ সময় ইউএনও সাদিয়া আফরি বলেন, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে শ্রমিক ছাড়াই অল্প সময়ে ও কম খরচে ধানকাটা ও মাড়াই করার লক্ষ্যে শাহজাদপুর উপজেলায় এ বছর একটি সরকারি ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমিতে ভাড়ায় ধানকাটা ও মাড়াই করা যাবে। বর্তমানে শ্রমিকের শ্রম মূল্য অনেক বেশি। শ্রমিকের মাধ্যমে অধিক পারিশ্রমিকে ধান কেটে ঘরে তুলতে উৎপাদন খরচ বেড়ে লোকসানে পড়তে হয় কৃষককে। তাই আমরাও চাই কৃষক হার্ভেস্টার ব্যবহারে আগ্রহী হউক এবং আগামীতে এ উপজেলায় আরো বেশিসংখ্যক মেশিন বিতরণ করা হবে।