ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক স্থানে দুইজনের আত্মহত্যা

সিরাজগঞ্জে পৃথক স্থানে দুইজনের আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৃথক দুইটি স্থানে গলায় ফাঁস দিয়ে দুইজন আত্মহত্যা করেছেন। তারা হলো- ওই উপজেলার আটিয়ারপাড়া এলংজানী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন ও বড়পাঙ্গাসী গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী কাসেম আলী। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শরিফুল ঢাকায় চাকরি করে এবং বেশ কিছুদিন ধরে স্ত্রী সুমি চাকরি নেয়ার চেষ্টা করেছিল। এ নিয়ে দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলছিল। এরই এক পর্যায়ে গত মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মোবাইল ফোনে কথা বলার সময় ঝগড়া হয়। এ নিয়ে সুমি অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে শারীরিক প্রতিবন্ধী কাসেম আলীর স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাত। সকালে স্ত্রীর কাছে কাসেম আলী ১০০ টাকা চাইলে তাকে ৫০ টাকা দেয়। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সে ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত