আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ প্রকাশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। সভায় সাম্প্রতিককালে উপজেলার পৌর এলাকা ও উপজেলার ১১ ইউনিয়নে মাদক দ্রব্য বিক্রি ও সেবেনের ঘটনা, বিভিন্ন চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত তাস খেলা, সেচ মোটর চুরি, মোটরসাইকেল দিনে-রাতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত হয়। উল্লেখ্য, কেশবপুর পৌরসভা এলাকার বিভিন্ন মোড় ও প্রাণকেন্দ্রে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ নেশাজাতীয় দ্রব্য বিক্রি ও সেবনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপজেলার কেশবপুর সদর, পাঁজিয়া, সুফলাকাটি, মঙ্গলকোট, মজিদপুর, হাসানপুর, বিদ্যানন্দকাঠি, ত্রিমোহিনী, সাগরদাঁড়ি ইউনিয়নের হাট-বাজারসমুহে নেশাজাতীয় দ্রব্য বিক্রি হয়ে আসছে। গত সোমবার কেশবপুর উপজেলার আইনশৃঙ্খরা কমিটির সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যরা জোরালোভাবে তুলে ধরেন এবং প্রতিকারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আশা করেন। এদিকে থানায় মাদকের বিষয়ে জানতে গেলে বকসি হেদায়েত হোসেন জানান, গত ১ মে থেকে গতকাল বুধবার পর্যন্ত কোনো মাদক ব্যবসায়ী আটক বা মাদকের মামলা হয়নি।