ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু ১০০ ধানের মাঠ দিবস

বঙ্গবন্ধু ১০০ ধানের মাঠ দিবস

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণে বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর খামার বাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মো. মাহাবুবুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি খাতে ব্যাপকহারে ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিনা মূল্যে কৃষকদের মাঝে সার বীজ কীটনাশকসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য। তাই প্রতিটি কৃষককে উন্নয়মানের ফসল উৎপাদন করতে হবে। তাহলেই বাংলাদেশ স্মার্ট কৃষকে পরিণত হবে। আল্প জমিতে কীভাবে বেশি ফসল উৎপাদন করা যায় সেদিকে কৃষকদের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যসম্মত আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং অফিসার মো. সাইফুল আলম। আরো বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কৃষি অফিসার আব্দুল বারি, উপসহকারী কৃষি অফিসার মো. সুজন ইসলাম, আনোয়ারুল ইসলাম, কৃষক মো. আবজাল হোসেন। মাঠ দিবসে উপস্থিত ছিলেন ৫০ কৃষক-কৃষানি ও বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত