ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪৩ মৎস্য ব্যবসায়ীকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

৪৩ মৎস্য ব্যবসায়ীকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

বরগুনা জেলা প্রশাসক কর্তৃক বরগুনা পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের ঘর উচ্ছদের প্রতিবাদে মানববন্ধন করেছে বরগুনা পৌর মৎস্য ব্যবসায়ী সমিতি। গতকাল বুধবার বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি চলাকালীন বক্তারা অভিযোগ করে বলেন, মৎস্য ব্যবসায়ীরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করছেন। জেলা প্রশাসক কর্তৃক তাদের মৎস আড়তদার ও ব্যবসায়ীদের একসনা বন্দোবস্ত দিয়েছেন। ভূমি অফিস অজ্ঞাত কারণে তার নবায়ন বন্ধ করে দেয়। গত মাসের ২১ তারিখে হঠাৎ উচ্ছেদের মাধ্যমে দুটি বরফকলসহ সব মৎস্য আড়তদার ব্যবসায়ীদের ঘর ভেঙে ফেলা হয়। এতে তাদের কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অন্যদিকে বরফ না থাকায় মাছ সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে মাছের আড়তগুলো তাদের স্বাভাবিক কাজ পরিচালনা করতে পারছে না। প্রতিদিন ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা যাদের ধারদেনা ব্যাংক, এনজিও লোন রয়েছে তারা মানবেতর জীবনযাপন করছেন। প্রতিদিন মাছ নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে প্রকৃত মৎস্য ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন আড়তদার সমিতির সভাপতি জহিরুল হক পনু বলেন, ক্ষুদ্র মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির লিটন, সিদ্দিক শরীফ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত