মোচা মোকাবিলায় প্রস্তুতি সভা

প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোচাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

বরগুনা : জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় মোচাকে কেন্দ্র করে বরগুনায় প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক সভায় বরগুনার ৬৪২টি আশ্রয় কেন্দ্র ও ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে বরগুনার নদী ও সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের নিয়ে আসা হবে হয়। অন্যদিকে ৪২ ইউনিয়নে ৪৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ মেডিকেল টিমের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বরগুনার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং নিজ নিজ কর্মস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরগুনায় ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন।

সাতক্ষীরা : শ্যামনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এসএম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভুমি সহকারী কমিশনার আসাদুজ্জামান, শ্যামনগর সদরের ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দর বাবু, পিআইও শাহিনুর ইসলাম প্রমুখ। এ সময় সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।