ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজারে আগাম দেশি জাতের লিচু

বাজারে আগাম দেশি জাতের লিচু

লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী। এরই মধ্যেই ঈশ্বরদীর হাটবাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের দেশি মোজাফরপুরি লিচু। রাজধানী ঢাকাসহ সারা দেশেই কদর রয়েছে এখানকার রসালো লিচুর। আগাম জাতের এ লিচু আকারে ছোট ও বিচি বড়। গত বছরের তুলনায় এবছর ৪০ শতাংশ গাছে মুকুল আসে। তার উপর তীব্র খরা ও বৈরী আবহাওয়ার কারণে লিচু আকারে কিছুটা ছোট হয়েছে। ফলে লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কায় চিন্তিত লিচু চাষিরা। তবে অন্যবারের তুলনায় এবার এসব আগাম দেশি জাতের এ লিচু ভালো দামে বিক্রি হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, লিচুর গ্রাম হিসেবে পরিচিত উপজেলার জয়নগর, মানিকনগর, সাহাপুর, মিরকামারি, তিলকপুর, আওতাপাড়া, বাশেরবাদা গ্রামে ঢুকলেই চোখে পড়ে সারিসারি লিচুর বাগান। শহরের রিকশাস্ট্যান্ড, চাঁদ আলী মোড়, রেলগেট, রেল ফুটওভার ব্রিজ মোড়, রেলস্টেশন ও বাজারের প্রধান ফটকের সামনে ফলের দোকানে আওতাপাড়া, আড়মবাড়িয়া দাশুড়িয়া বাজার, মুলাডুলি হাটে আগাম জাতের লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। আবুল কাশেম নামের এক বিক্রেতা জানান, দুদিন হলো বাজারে লিচু উঠা শুরু হয়েছে। এখনো বাজারে পর্যাপ্ত লিচু উঠেনি। যে লিচুগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের দেশি আটি লিচু নামে পরিচিত। বোম্বাই ও চায়না লিচু উঠতে আরো ২০ -২৫ দিন সময় লাগবে।

লিচু বিক্রেতা আবির হোসেন বলেন, প্রথম দিন দুই হাজার লিচু এনেছিলাম সব বিক্রি হয়ে গেছে। আজ তিন হাজার এনেছি। সকাল থেকে বেচাকেনা শুরু হয়েছে। বিকালের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি।

উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, ঈশ্বরদী তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩১ হাজার মেট্রিক টন।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে দেশি বা আঁটি লিচু হিসেবে পরিচিত হলেও এটি মোজাফরপুরি জাতের লিচু। এগুলোর সাইজ ছোট-বড় হলেও পরিপক্ব। স্বাদ মিষ্টি ও হালকা টক-মিষ্টি।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, বাজারে মোজাফরপুরি জাতের দেশি লিচু ওঠা শুরু হয়েছে। এগুলো আগাম হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত