ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘রবিসন্ধ্যায়’ গান আর কাব্যে রবীন্দ্রনাথকে স্মরণ

‘রবিসন্ধ্যায়’ গান আর কাব্যে রবীন্দ্রনাথকে স্মরণ

মঙ্গল প্রদীপ প্রজ্বলন, কবিগুরুর গুণকীর্তন, তার রচিত কাব্য আর সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। গত শুক্রবার কুড়িগ্রাম শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘রবিসন্ধ্যা’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নিলু, সহ-সভাপতি সুব্রতা রায়, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সমাজকর্মী মানিক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত