ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্ধু খুনের অভিযোগে বন্ধু আটক

বন্ধু খুনের অভিযোগে বন্ধু আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অটোরিকশাচালক রফিকুল ইসলামকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে তারই বন্ধু আইয়ুব আলীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তের ৫০০ গজ অভ্যন্তরে তিস্তা নদীর বালু চর থেকে রফিকের লাশ উদ্ধার করে পুলিশ। আইয়ুব আলী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনসান আলীর ছেলে। রফিক মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, রফিক ও আইয়ুব দুইজন ঘনিষ্ট বন্ধু ছিলেন। আইয়ুব গত ছয় দিন আগে পাটগ্রামের দহগ্রামে তার সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন। আইয়ুব আলীর সঙ্গে দেখা করতে দিনাজপুর থেকে অটোরিকশা চালিয়ে পাটগ্রামের দহগ্রামে যানন রফিক। দুপুরে দুই বন্ধু হোটেলে খাবার খেয়ে মদ নিয়ে গুচ্ছগ্রাম এলাকায় ভারতীয় সীমান্ত পিলার এলাকার নিকট তিস্তার বালু চরে বেড়াতে যান। এর একপর্যয়ে ঘাতক আইয়ুব রফিকুলের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ বালুর চরে পুতে রাখে। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, মূলত অটোরিকশা কেড়ে নিতেই রফিকুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত