ওয়াইএমসিএ’র ৪১তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া ইয়াং মেনস খ্রিষ্টিয়ান অ্যাসোসিয়েশনের (ওয়াইএমসিএ) ৪১তম বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার সন্ধ্যা ৬টায় সংস্থার পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বার্নাড তমাল মণ্ডল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ওয়াইএমসিএ’র জনক স্যার জজ উইলিয়াম যে উদ্দেশ্য নিয়ে ওয়াইএমসিএ প্রতিষ্ঠা করেছিলেন তার প্রতিটি কার্যক্রম সামঞ্জস্যতা বজায় রেখে চলেছে। ওয়াই আন্দোলনের বীজ সব ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বপনের জন্য অনুপ্রেরণা জোগায়। তিনি আরো বলেন, ওয়াইএমসিএ আন্তর্জাতিক যুব সংগঠন। এতে যুবদের অগ্রাধিকার ভিত্তিতে নেতৃত্বে আনতে হবে। সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কার্য প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মি. দীলিপ মারান্ডী, সহ-সভাপতিদ্বয় মি. সৌরভ বিশ্বাস, ডা. রিটা মণ্ডল, কোষাধ্যক্ষ জেমস সুদীপ্ত দেওয়ারিসহ প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় সংস্থার উন্নয়নের লক্ষ্যে সদস্যরা দিকনির্দেশনামূলক সুপারিশসমূহ প্রণয়ন করেন।