প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করুন

বললেন সিমিন হোসেন রিমি

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, প্রসূতি মায়েদের সিজারিয়ানের কবল থেকে রক্ষা করতে উদ্বুদ্ধ করতে হবে স্বাভাবিক প্রসবে। ইউরোপ-আমেরিকার মতো বিশ্বের উন্নত দেশগুলোতে প্রসূতি মায়েদের বিশেষ কোনো জটিলতা দেখা দিলেও স্বাভাবিক প্রসবের চেষ্টা করতে করতে নিরুপায় হয়ে চিকিৎকরা সিজারের সিদ্ধান্ত নেন। সে কারণে সেসব দেশে শতকরা ৫-৬ জনের বেশি প্রসূতির সিজার হয় না। বাকিদের স্বাভাবিক সন্তান প্রসব হয়। অথচ আমাদের দেশে শতকরা ৬৪ জন প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়। এ চিত্রটা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। উপজেলার তরগাঁও গ্রামের পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপাসিয়া উপজেলায় চলমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের সার্বিক অগ্রতি বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের সব পর্যায়ের সেবাদানকারীরা এ সভায় উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিপিএম মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. রহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাজহারুল ইসলাম সেলিম প্রমুখ।