ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দাবদাহে বীরগঞ্জে শিশুশিক্ষার্থীরা বিপাকে

দাবদাহে বীরগঞ্জে শিশুশিক্ষার্থীরা বিপাকে

প্রচণ্ড তাপদাহে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে আশঙ্কা বাড়ছে হিটস্টোকের। অভিভাবকরা তাদের স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

গত কয়েক দিন ধরে বীরগঞ্জ উপজেলায় প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে এ বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে শহরের রাস্তাঘাটে প্রচণ্ড তাপ দাহের কারণে লোক সমাগম কমে গেছে এমনকি যানবাহন চলাচল আগে চেয়ে অনেকটা হ্রাস পেয়েছে। কিন্তু সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখা হয়েছে। বাধ্য হয়ে প্রচণ্ড গরম অপেক্ষা করে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হচ্ছে।

অভিভাবকরা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ না

থাকার কারণে বিদ্যুৎতিক ফ্যানগুলো ব্যবহার না হওয়ার

কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গরমের মধ্যেই ক্লাস করতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে অভিভাবকরা দাবদাহ কমা না পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত