ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনার সীমান্তে বিশুদ্ধ পানির সংকট

নেত্রকোনার সীমান্তে বিশুদ্ধ পানির সংকট

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের পাহাড়ি টিলাঘেরা পাঁচপাড়া গ্রামের শতাধিক পরিবার তীব্র পানি সংকটে ভুগছেন। পাহাড় থেকে নেমে আসা ছড়ার ময়লাযুক্ত ঘোলা পানি, আর টিলার নিচে তিন চাকের (চাক্কি) তৈরি অগভীর কূপের ময়লা পানিই তাদের একমাত্র ভরসা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে এ সমস্যায় থাকলেও তাদের খোঁজ নেয়নি কেউ। সীমান্তের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, সচ্ছল পরিবারের লোকজন প্রয়োজন মতো একাধিক নলকূপ স্থাপন করে পানির সংকট মেটায়। কিন্তু দিন এনে দিন খায় এমন দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পক্ষে তা সম্ভব হয় না। এক বা একাধিক বাড়িতেই নয়, অনেক পাড়ায়ই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপেও পানি উঠছে না। এ কারণে দূর থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। সীমান্তের রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা, পাঁচগাঁও, সন্নাসীপাড়া, জাকিরপাড়া, মনগড়া খারনৈ ইউনিয়নের ভাষাণকুড়া, কচুগড়া, বিশ্বনাথপুর, রানীগাঁও, খারনৈ, গোবিন্দপুর লেঙ্গুরা ইউনিয়নের চেংগ্নী, গোপালবাড়ী, ফুলবাড়ী, কালাপানি, কাঁঠাবাড়িসহ আরও কিছু গ্রামের অন্তত ৩০ ব্যক্তি বলেন, এক রসময় মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ছড়ার ময়লাযুক্ত পানিই ছেঁকে কোনো রকম পরিষ্কার করে পান করতেন। কিন্তু এখন ছড়াগুলোও শুকিয়ে গেছে। কয়েকটি বাড়িতে গভীর নলকূপ থাকলেও মাত্রাতিরিক্ত আয়রনের কারণে ব্যবহার করা যাচ্ছে না। অনেকেই নিরুপায় হয়ে বাড়ি থেকে এক-দেড় কিলোমিটার দূরে গিয়ে ছড়ার পানি ছেঁকে পান করছেন। আবার অনেকে তিনটি পাকা চাকায় কোনো রকম একটি কূপ তৈরি করে খাবারসহ ব্যবহারের পানি সংগ্রহ করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেও কোনো ফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। লেঙ্গুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টিলাঘেরা চেংগ্নীর টেংরা টিলাপাড়া, বাঙ চাকুয়া, বাতানগ্রী, কনকোণা, ধলধলার লোকজন ১০ থেকে ১২ বছর আগে নির্মিত একটি কুয়া থেকে খাবার ও অন্য প্রয়োজনের জন্য ময়লা পানি সংগ্রহ করেন। লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুইয়া জানান, চেংগ্নী এলাকায় পানির দুর্ভোগের বিষয়টি সম্পর্কে আমরা অবগত। আসলে ওখানে প্রায় হাজার ফুট গভীর নলকূপ বসাতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। মাটির নিচ থেকে পাথর সরিয়ে যদিও বিকল্প হিসেবে একটি গভীর কুয়া বসানো যায়, কিন্তু তাতেও ৭০ হাজার থেকে ১ লাখ টাকা ব্যয় হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত