ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীর টুপামারী রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য!

নীলফামারীর টুপামারী রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য!

জীবনে নাম শোনেনি এমনকি এলাকায় কোনোদিনই আসে না, এসব পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রমরমা নিয়োগ বাণিজ্যের ফাঁদ পেতে বসেছেন রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ ২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গোপনে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ঘটনাটি এর আগেও জানাজানি হয়ে যায়। স্থানীয় ভুক্তভোগীরা সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে বিচার দিলে চৌতুর প্রধান শিক্ষক সে সময় নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এলেও কয়লা ধুইলে ময়লা যায় না অবস্থা। কয়েক মাস চুপচাপ থেকে গত ২০ এপ্রিল নীলফামারীতে আসে না এমন একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এবারও গোপনে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। স্কুলের একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইয়াসমিন সুলতানা মুন্নিকে নিয়োগের পাঁয়তারা করছেন। এরই মধ্যে ডেমি আবেদন প্রক্রিয়া শেষ করেছেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এলাকাবাসীরা ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে বলেন, বিএনপি নেতা প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির কয়েকজন সদস্য সরকারি-বেসরকারি বিভিন্ন অনুদান ছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা ভুয়া ভাউচারে আত্মসাৎ করেছেন। এর আগেও ৪র্থ শ্রেণির কয়েকটি নিয়োগে মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্যের ঘটনা ঘটে এই রামগঞ্জ বিদ্যালয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত