কেঁচোর মলে দিনবদলের স্বপ্ন দেখেন বদরুল

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

বদরুল হায়দার বেপারীর প্রতিদিনের বেশিরভাগ সময় কাটে কেঁচোর সঙ্গে। কারণ, তার খামারে কেঁচোর মলত্যাগে তৈরি হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। সার উৎপাদন করে তিনি পেয়েছেন জাতীয়ভাবে স্বীকৃতিও। এই কেঁচো সার উৎপাদন করে দিন বদলের স্বপ্ন দেখেন বদরুল। জেলা কৃষি বিভাগ বলেছে, মাটির স্বাস্থ্য রক্ষায় উল্লেখযোগ্য কাজ করা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার সরকারি সহায়তায় দেশের কৃষিতে বিপ্লব ঘটাতে পারে। বদরুল হায়দার ব্যাপারী পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল এলাকায় অবস্থিত জাগো অ্যাগ্রো সলিউশনের স্বত্বাধিকারী। যিনি শূন্য থেকে শুরু করে বর্তমানে হয়েছেন সাবলম্বী। পাশাপাশি তার কারখানায় কর্মসংস্থান হয়েছে এলাকার বেশ কিছু মানুষের। তিনি প্রাথমিক পর্যায়ে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে সংগ্রহ করা গোবর রোদে শুকিয়ে ভেঙে গ্যাস বের করে দেয়া হয়। ১০ থেকে ১২ দিন পর কলাগাছ বা কচুরিপানার কুচি দিয়ে ঢেকে দেয়া হয় সেই গোবর। এর মধ্যে সার উৎপাদনে কাজ শুরু করে কেঁচো। দেড়/দুই মাস পর সেখান থেকে কেঁচো বের করে দেয়ার জন্য ব্যবহার করা হয় নেট পদ্ধতি।