ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২৩ বছর পর

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে ২৩ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুর রহমান প্রকাশ আনিছুল হক আনিছকে গতকাল সোমবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাদশা ফকির বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, ২০০০ সালে আনিছুল হক আনিছসহ সাতজন মিলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ওই নারী তৎকালীন সময় সাতজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। সোনাগাজী থানার মামলা নং-১১, তাং : ২৭-০২-২০০০ খ্রিষ্টাব্দ। অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল ফেনী-২ এর তৎকালীন বিচারক ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি সাতজন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এর মধ্যে তিনজন আসামি দীর্ঘদিন কারাভোগের পর হাইকোট থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। পলাতক চার আসামির মধ্য আনিছও একজন। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আনিছুল পলাতক ছিলেন। এরই মধ্যে সৌদি আরবসহ কয়েকটি দেশে সে আত্মগোপনে ছিল। ওই মামলায় দণ্ডিত আরো তিন আসামি এখনো পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সায়েদুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত