কবুতর খামারে চলে নুরুজ্জামানের সংসার

প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

দরিদ্র পরিবারের সন্তান নুরুজ্জামান। টিউশনি করে টাকা জমিয়ে শখের বসে মাত্র ৩০ টাকায় একজোড়া কবুতর কিনেছিলেন। সেই থেকে তিনি ধীরে ধীরে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ৮০ জোড়া কবুতরের মালিক হয়েছেন। কবুতর পালন করেই নুরুজ্জামান এখন অনেকটা স্বাবলম্বী। নুরুজ্জামানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তিনি ওই গ্রামের ফরিদ আলীর ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। জানা গেছে, কৃষক বাবার সন্তান নুরুজ্জামান। অভাবের কারণে এইচএসসি পাস করার পর ইতি টানেন লেখাপড়ায়। ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি ভালোবাসা থেকে টিউশনি করিয়ে মাত্র ৩০ টাকা দিয়ে বাজার থেকে একজোড়া কবুতর কিনে প্রতিপালন শুরু করেছিলেন। কবুতরের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৮০ জোড়ায় দাঁড়িয়েছে। কবুতর পালন ও বিক্রির টাকা দিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে তিনি সংসারের হাল ধরে আছেন। এ বিষয়ে নুরুজ্জামান বলেন, দশ প্রজাতির ৮০ জোড়া কবুতর রয়েছে। যেমন, দেশি, বাগদাদি হোমার, কালো সিরাজি, গিরিবাজ, লাল ম্যাগপাই, কালো ম্যাগপাই, কাগজি চীনা ইত্যাদি। প্রতিদিন প্রায় পাঁচ কেজি খাবারের প্রয়োজন হয়।