ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৫২ জেলে নৌকা নিলামে বিক্রি

৫২ জেলে নৌকা নিলামে বিক্রি

চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম চলাকালীন জাটকা নিধন ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষেধাজ্ঞার সময় জব্দকৃত অর্ধশতাধিক জেলে নৌকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে উন্মুক্ত অবস্থায় নিলামের মাধ্যমে সাড়ে ১৭ লাখ টাকায় বিক্রয় করা হয়েছে। অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার সময় জব্দ করা হয় ৫২টি জেলে নৌকা। সে নৌকাগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নৌকা বিক্রির ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা সরকারি কোষাগারে জমা করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। গতকাল বুধবার কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানান উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

জেলা টাস্কফোর্স কমিটির প্রধান ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলাম কমিটির আহ্বায়ক আক্তার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদস্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ্, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এনডিসি মেশকাতুল ইসলাম উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করে সম্পন্ন করেন। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত