দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ১৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস সাব-রেজিস্ট্রার অফিসের আওতাধীন দলিল লেখকদের দিনব্যাপী অভ্যন্তরীণ অর্থ্যাৎ দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা, দলিল লেখা পদ্ধতি ও নাগরিক সেবাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৩০ জন দলিল লেখকের হাতে প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী। সাব-রেজিস্ট্রার মোমেন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান প্রমুখ।