ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডা. মিজান হত্যা

প্রধান আসামির স্বীকারোক্তি

প্রধান আসামির স্বীকারোক্তি

ফেনীর সোনাগাজীতে হোমিওপ্যাথি চিকিৎসক মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি নিজাম উদ্দিন সবুজ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে তাকে হাজির করা হলে তিনি এ জবানবন্দি দেন।

পুলিশ জানায়, মাত্র ৭০ পয়েন্ট জমি নিয়ে বিরোধের জেরে গত ৫ মে সদর ইউনিয়নের মনগাজী বাজারের হোমিওপ্যাথ চিকিৎসক ও ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। এসময় তার তিন ভাইকেও কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় নিহত ডা. মিজানের ভাই আবু তৈয়ব নিজাম উদ্দিন সবুজ, জাকির হোসেন, জসিম উদ্দিন, সমির উদ্দিন, আজগর হোসেন, মাইন উদ্দিন মামুনসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনের নামে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নিজাম উদ্দিন সবুজ ও তার ভাতিজা সমির উদ্দিনকে গত মঙ্গলবার চট্টগ্রামের ফাটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে সবুজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত