শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোতোষ দাশ

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মনোতোষ দাশ। তিনি বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রতিষ্ঠানকে করে তুলেছেন ডিজিটালাইজড। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দেয় শিক্ষার্থীরা। চেষ্টা করা হয় শ্রেণিকক্ষে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার। এমন নানা পদক্ষেপ নেয়ার কারণেই জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাকে নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। গতকাল বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করেন। মনোতোষ দাশ ১৯৯০ সালের ১ নভেম্বর বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ব্যবসা শিক্ষা) হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। ২০১৫ সালের ১৩ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন মনোতোষ দাশ। তিনি বলেন, আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্রী-শিক্ষক-শিক্ষিকাসহ বাঁশখালীবাসীর জন্য উৎসর্গ করলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন বলেন, প্রায় এক বছরের এ সময়টুকুতে যা যা করেছেন তার ওপরই মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি। আশা করছি তার মাধ্যমে সরকারের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আরো বাড়াবে।