আকবরিয়া কর্মীদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় আকবরিয়া লিমিটেডের কর্মীদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের জলেশ্বরীতলা আকবরিয়া মিষ্টি মেলায় প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আকবরিয়ার চেয়ারম্যান হাসান আলী আলাল। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, জাতীয় নিরাপদ খাদ্যের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সর্বসাধারণকে জানানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট বগুড়া গড়তে হলে ভোক্তাদের মাঝে নিরাপদ খাদ্য জোগান দিতে হবে। সঠিক ও পুষ্টিকর খাবার ভোক্তার দেহকে যেমন সবল রাখবে, তেমনি স্মার্ট বাংলাদেশ গঠনেও ভূমিকা রাখবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের পরিচালক ইকবাল নূর শুভ, আদনানুল ইসলাম, হেড অব সেলস রমজান হোসেন, ডিজিএম আমিনুল ইসলাম আঁখি, শামীম তালুকদার প্রমুখ।