উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

২৬তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি (তদন্ত) আবুল কাশেম, কালব ময়মনসিংহের ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক মনজুরুল হক, কালব শেরপুর জেলার ব্যবস্থাপক মো. তোফায়েল আহম্মেদ, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. প্রাঞ্জল সাংমা প্রমুখ।

সভার শুরুতেই সদস্যদের উপস্থিতি ও রেজিস্ট্রেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আসন গ্রহণ, পবিত্র ধর্ম গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্যের পর সদস্যেদের মাঝে লটারি ড্রয়ের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।