ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে জেলে হয়রানির অভিযোগ

সুন্দরবনে জেলে হয়রানির অভিযোগ

পশ্চিম সুন্দরবনের বজবজা ফাঁড়ি ইনচাজ তানজিরুল ইসলাম, ফরেস্টার কর্তৃক নিরীহ জেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ বেদকাশির জোড়শিং, পাতাখালি, খাসিটানা গ্রামের শতাধিক মাছ ও কাঁকড়ার জেলে গত বুধবার বিকালে স্থানীয় জোড়শিং বাজারে মানববন্ধন করে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি জানিয়ে বন কর্মকর্ত শাস্তি দাবি করেন। স্থানীয় জেলে শফিকুল গাজী, দিদারুল শেখ, গোলাম রসুল, আকবার ফকির, বাবলু রহমান, আছাদুল গাজী, নজরুল গাজী, খায়রুল গাজী, মাকসুদুল মোল্লা, রমজান গাজী মানববন্ধনে উপস্থিত হয়ে জানায়, আমরা কখনো হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ শিকারের সাথে জড়িত নই। কিন্তু হঠাৎ করে বজবজা বন ফাঁড়ি ইনচার্জ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের নামে একাধিক মামলা দিয়েছেন। জোড়শিং বাজারের নুরুজ্জামান গাজী বলেন, তিনি গত ৬ মাস ধরে ঢাকার একটি ইটভাটায় কাজ করছেন, অথচ আমার নামে হরিণ শিকারের মামলা হয়েছে। রাকিব গাজী বলেন, চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করি। কিন্তু আমার নামে বন আইনে মামলা দেয়া হয়েছে। খাসিটানা গ্রামের বাসিন্দা লতিফ গাজী বলেন, খাসিটনা ফাঁড়ির বন কর্মকর্তা আমার নামে হরিণ শিকারের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি কোনো সময় সুন্দরবনে যাননি বলে দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বন কর্মকর্তা বজবজা ফাঁড়ি ইনচার্জ তানজিরুল ইসলাম বলেন, চিহ্নিত পেশাদার হরিণ শিকারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত