সাতক্ষীরা চিংড়ির বাজার হারাচ্ছে

চিংড়িতে পুশ করা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয়।

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাদা সোনা খ্যাত সাতক্ষীরার রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে পুশের ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুশে জড়িত অসাধু ব্যবসায়ীদের। অপদ্রব্য পুশ বন্ধে মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও, বেশিরভাগ সময়ে গলদা ও বাগদা চিংড়ির চালান প্রশাসনের নাগাল টপকে রপ্তানি হচ্ছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। এতে করে দিন দিন বিশ্ববাজারে সুনাম ও ঐতিহ্য হারাচ্ছে সাতক্ষীরার চিংড়ি, মাঝেমধ্যে রপ্তানিতে পড়ছে নিষেধাজ্ঞা। আর তাতে ব্যাপক হারে হচ্ছে দরপতন। জেলার অন্যান্য উপজেলার মতো দেবহাটাতেও বেশ সক্রিয় চিংড়িতে পুশ করা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।

উপজেলার গাজীরহাট মৎস্য সেড, শশাডাঙ্গা মৎস্য সেড, পারুলিয়া মৎস্য সেডের পাশের কয়েকটি এলাকা এখন অসাধু ব্যবসায়ীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এসব স্থান থেকে চিংড়িতে অপদ্রব্য পুশ করে বিভিন্ন বাজারে বিক্রি ও রপ্তানি করছেন অসাধু ব্যবসায়ীরা। এ বিষয়ে দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে এরইমধ্যে একাধিক অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাসহ পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। চিংড়ির মৌসুম এখন শুরু হয়েছে তার খুব তাড়াতাড়ি আবারো অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী চিংড়িকে জাতীয় সম্পদ উল্লেখ করে বলেন, সাদা সোনাখ্যাত এই চিংড়ি রপ্তানি দেশ আমরা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। কয়েকজন অসাধু ব্যক্তির কারণে সেটা নষ্ট হোক সেটা কোনোমতে কাম্য নয়। বিগত সময়ে বিভিন্ন অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোক্তা অধিকার, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা এমনকি র‌্যাবের মাধ্যমে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, আবারো অসাধু ব্যক্তিরা অপদ্রব্য পুশ করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে তাই দ্রুত সময়ে অভিযান পরিচালনা করা হবে বলে ইউএনও জানান। চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে গাজীরহাট, শশাডাঙ্গা, পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।