ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় হাসানুল হক ইনু

বিএনপি গণতন্ত্রকে নষ্ট করেছে

বিএনপি গণতন্ত্রকে নষ্ট করেছে

জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্রকে নষ্ট করেছে আর বর্তমান সরকার সেটি রক্ষায় সংস্কারমূলক কাজ করছে। তারা এ মুহূর্তে অসাংবিধানিক, সংবিধান বহিভূর্ত দাবি উত্থাপন করছে। সেটা কখনও আলোচনায় বসে ঠিক করা সম্ভাব নয় ও মেনে নেয়াও সম্ভব নয়। তিনি আরো বলেন, রাজনীতির মাঠকে ঘন কুয়াশায় ঠেলে দেয়ার পাঁয়তারা ও চক্রান্ত করছে বিএনপি। গতকাল শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ভেড়ামারার আয়োজনে ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে ইমাম ও মোয়ািজ্জনদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বা নেই সেটা প্রস্তাবের উপর নির্ভর করে। নির্বাচন কমিশনের আস্থা ফিরিয়ে আনতে এ পর্যন্ত কোনো প্রস্তাব দেননি জাতীয় পার্টি। শুধুমাত্র ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। ইনু বলেন, যে সরকার ক্ষমতায় থাকুক না কেন। সে সরকার দৈনন্দিন কাজের বাইরে একটি কাজও করতে পারবে না। নির্বাচনের কাজ নির্বাচন কমিশনকেই করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত