ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের জরিমানা

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের জরিমানা

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার বিকালে দণ্ডপাল ইউনিয়নের মৌমারী এলাকায় মেসার্স মা প্রতিষ্ঠাকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মণ মুড়ি অ্যান্ড হাইড্রোলিক চিড়া মিলে এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। এই সময় মুড়িতে মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করার দায়ে মিল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ জানান, হাইড্রোজ ও সাল্টু মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত