ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা

৯ বছরেও অধরা ফাঁসির ৯ আসামি

৯ বছরেও অধরা ফাঁসির ৯ আসামি

ফেনীর বহুল আলোচিত উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার ৯ বছরেও অধরা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ আসামি। গতকাল শনিবার ২০১৪ সালের এ দিনে ফেনীর প্রতাপশালী ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি করে পুড়িয়ে হত্যা করে নিজ দলীয়রা। এ ঘটনাটির নৃশংসতার ধরন ও বীভৎসতা পৃথিবীজুড়ে আলোচিত-সমালোচিত হয়। ২০১৮ সালের ১৩ মার্চ চাঞ্চল্যকর এ মামলার রায়ে ৩৯ জন আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩৯ আসামির মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। বাকি ১৭ জনের মধ্যে ৮ আসামি জামিনে গিয়ে পলাতক এবং ৯ আসামি ঘটনার শুরু থেকেই পলাতক রয়েছেন।

ফেনী জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদ বলেন, ২০১৮ সালের ১৩ মার্চ এ মামলায় ৩৯ জনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে নিম্ন আদালতে রায় ঘোষণার পর নিজেদের নির্দোষ দাবি করে উচ্চ আদালতে আপিল করেছেন কারাগারে থাকা ২২ আসামি। দীর্ঘ ৫ বছর ধরে আপিল নিষ্পত্তি না হওয়ায় উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের শুনানিও করা যাচ্ছে না। উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি ও ডেথ রেফারেন্সের শুনানি সম্পন্ন হওয়ার পরই রায় কার্যকর হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত