ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভোটার তালিকা হালনাগাদের দাবিতে সড়ক অবরোধ

ভোটার তালিকা হালনাগাদের দাবিতে সড়ক অবরোধ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল শহরের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে গতকাল শনিবার ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীদের একাংশের সমর্থকরা। এতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জে যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খবর পেয়ে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের দাবিকৃত প্রার্থীরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপস্থিত হন। তারা সময় করে ভোটার তালিকা হালনাগাদের পর প্রতীক বরাদ্দ দেয়ার আবেদন জানান। এ সময় দুইপক্ষের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হলে হালনাগাদের দাবিকৃত প্রার্থীদের সমর্থকরা সড়কে অবস্থান নেন। সমিতির নির্বাচনে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক জানান, এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ঐক্যমতের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, এখন সড়ক অবরোধ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত