ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে’

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আসাদুজ্জামান রিপন বলেন, এই সরকার জনগণের বিরুদ্ধে কাজ করছে। জনগণের বিরুদ্ধে যারা যাবে তারাই সেংশনে (নিষেধাজ্ঞার মধ্যে পড়বে)। এই সরকার অবৈধ সরকার। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসেন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবে এ দেশের জনগণ। বিএনপিকে পুলিশ বাহিনী দিয়ে দমিয়ে রাখা যাবে না। সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারকে প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে দাবি করেন তিনি। শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠের মুক্তারপুর ফেরিঘাটে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ১০ দফার দাবিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ কর্মসূচি পালন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত