হয়রানিমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. কামাল উদ্দিন হত্যার পর তার সম্পত্তি দখল ও হয়রানিমূলক মামলা দিয়ে তার পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তার পরিবারের সদস্যরা গতকাল শনিবার উপজেলার মাছিমপুর বাজারে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে।

সম্মেলনে চেয়ারম্যানের বড় ছেলে আমান উল্লাহ জানান, উপজেলার মাছিমপুর বাজারে তাদের ৩১ শতক ভূমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে তার বাবা কামাল উদ্দিন ও চাচা ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক মালিক। গত ২০১৬ সালের ২৮ মে তিতাসের বলরামপুর ইউপি নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় নিহত হয় তৎকালীন ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। বাবার মৃত্যুর পর একটি চক্র বিভিন্ন অপকৌশল প্রয়োগ করে উল্লিখিত ৩১ শতক ভূমি দখলের চেষ্টা করছে। ওই সম্পত্তির বিএস খতিয়ান সংশোধনে ২০১৪ সালে করা একটি মামলা অদ্যাবধি চলমান। তারপরও ওই চক্রটি বিবাদীদের যোগসাজশে অর্ধেক জায়গা অবৈধভাবে দলিল করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, আমি উভয়পক্ষকে থানায় ডেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেছি। উভয়পক্ষ আমার নিকট অভিযোগ জমা দিয়েছে। আদালতে মামলা চলমান থাকায় বর্তমান স্থিরাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।