ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাটিতে পুতে রাখা যুবকের মরদেহ উত্তোলন

মাটিতে পুতে রাখা যুবকের মরদেহ উত্তোলন

নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রাম থেকে ৬ মাস আগে মাটিতে পুতে রাখা রুবেল হোসেন নামে এক যুবকের মরদেহ গত শনিবার উত্তোলন করেছে পুলিশ। সে সদর উপজেলার রঘুনাথপুর আমহাটি এলাকার রুপিজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত হদয় হোসেনের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজার এলাকায় এবং তারেক রহমানের বাড়ি সদর উপজেলার রুয়েরভাগ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, রুবেলের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করার জন্য তাকে ডেকে নিয়ে যায় তারেকের রুয়েরভাগের বাড়িতে। সেখানে রুবেলকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তাকে হত্যা করে মরদেহ তারেকের বাড়ির পেছনে মাটিতে পুতে রেখে তারা ঢাকায় চলে যায়। পরে তারা রুবেলের বাবাকে মোবাইল ফোনে অপহরণের কথা বলে মুক্তিপণ দাবি করেন। এতে রুবেলের বাবা তাদের ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান। তারপরও রুবেলকে ফেরত না দেয়ায় ৪ ডিসেম্বর তার বাবা সদর থানায় একটি অপহরণ মামলা করেন। তদন্ত চলাকালিন ডিবি পুলিশ ঢাকার দক্ষিণখান থানায় অন্য একটি মামলায় তারেক এবং হৃদয়কে গ্রেপ্তার করে নাটোরে নিয়ে আসে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রুবেলের মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত