ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তেল চুরির ঘটনায় বরখাস্ত দুই চালক

তেল চুরির ঘটনায় বরখাস্ত দুই চালক

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের তেল চুরি করে পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার ঈশ্বরদী জংশন রেলস্টেশনের অদূরে পাতিবিল তিনকোনা এলাকা থেকে তাদের আটক করেন রেলওয়ে নিরাপত্তা গোয়েন্দা বাহিনীর সদস্যরা। তারা হলেন- উপজেলা সদরের উমিরপুর গ্রামের আমিনুল ইসলাম ও আলিফ মিয়া। পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল জানান, এ ঘটনায় দুই চালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করতে পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ফুয়েল) গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমাঞ্চল রেলওয়ে এক কর্মকর্তা দাবি করেন, আসলে তেল কখনোই চুরি হয় না। দক্ষ চালক তার প্রাপ্ত রেশন থেকে যে পরিমাণ তেল বাঁচান, তা বাইরে ফেলে দেন অথবা একটি সংঘবদ্ধ তেল চোরের কাছে বিক্রি করে দেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, ইঞ্জিন থেকে তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুইজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত