সড়ক দুর্ঘটনা রোধে নিসচার প্রশিক্ষণ

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পাঁচ শতাধিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা। গতকাল রোববার সদর উপজেলার চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই যাতায়াত’ স্লোগানে বিশ্বব্যাপী রোড সেফটি সপ্তাহ (১৫ থেকে ২১ মে) পালন করছে। প্রতি বছরের মতো এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখা ১৫ থেকে ২১ মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রশিক্ষণ কর্মশালায় নিসচা জেলা শাখার সভাপতি মো. ফিরোজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিক কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, ফৌজিয়া জলিল ন্যান্সি, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) মো. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কিশোরগঞ্জ সার্কেলের ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার নুরুজ্জামান তালুকদার, উক্ত বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আশরাফুল ইমাম শরিফ, প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মাজহারুল আলম ভূইয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম খোকন প্রমুখ।