ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিয়ে ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন থানার ওসি হুমায়ুন কবির। বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ মিয়া। প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিআরডিবি দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০০ ছাত্রী নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত